উপমহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম নিজেদের দীর্ঘ গবেষণা ও পরামর্শের মাধ্যমে একটি কার্যকর,যুগোপযোগী সিলেবাস ও গঠনতান্ত্রিক নীতিমালা প্রণয়ন করেছেন। যাতে কুরআনের হেদায়াত ও আকাবিরে দেওবন্দের মূলনীতি ঠিক রেখে প্রয়োজনীয় ভাষাসমূহের সমন্বয়ে করা হয়েছে। কাঠগড়া সিদ্দিকীয়া ইন্টারন্যাশনাল মাদরাসা। মাদ্রাসাটি ২০২৪ সালে আগস্ট মাসের ১৬ তারিখে হাফেজ ক্বারী মাওলানা শাহজাহান ইসলাম বিপ্লবী ও তার সঙ্গে কিছু সহযোগী নিয়ে প্রথম যাত্রা শুরু করেন।
প্রতিষ্ঠানটি নিজস্ব পরিসরে আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রমের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন শাখা-প্রশাখা তৈরির ফিকির নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকা ও রংপুর পীরগাছা সহ বিভিন্ন জেলার মধ্যে শাখা খুলার দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা মিরপুর শেওড়াপাড়ায় সিদ্দিকীয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠারও পরিকল্পনা হাতে নিয়েছে।নবিজীর আদর্শে আদর্শবান হতে এবং আকাবিরদের পথে চলতে আল্লাহ তা’আলা আমাদেরকে সাহায্য ও সফলতা দান করবেন বলে আমরা আশাবাদী।হে আল্লাহ,আপনি আমাদের সকলকে দিনের খেদমত করার তাওফীক দান করুন আমিন।